ফের প্রতিবাদে মুখর দেশের শ্রমিক সংগঠনগুলি, আগামী ৯ ইতারিখে ভারত বনধ ডাকা হয়েছে।

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৬/০৭/২০২৫ : আগামী ৯ তারিখে শ্রমিক সংগঠনগুলির ডাকে ভারত বন্ধ সফল করতে আবেদন করলেন জলপাইগুড়ির চা শ্রমিকরা।
কেন্দ্রীয় সরকার দেশের প্রচলিত ২৯টি শ্রম আইন বাতিল করে চারটি শ্রমকোডের নামে শ্রমজীবী মানুষের সমস্ত আইনী অধিকার কেড়ে নিতে উদ্ধত হয়েছেন। ইতিমধ্যেই এই শ্রমকোড পার্লামেন্টে কোন আলোচনা ছাড়াই পাশ করিয়ে নেওয়া হয়েছে ২০১৯ এবং ২০২০ সালে। শ্রমিকদের দেশব্যাপী লড়াই আন্দোলনের ফলে এখনো তা বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না।
দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠন কর্মচারী সংগঠনের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আইন বাতিলের যে পরিকল্পনা তার বিরুদ্ধে লড়াই করেছেন। তবুও কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন। এর বিরুদ্ধে আগামী ৯ জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করা হয়েছে।
এই ধর্মঘটের সমর্থনে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার আন্দোলন। অফিস আদালতের পাশাপাশি কোল্ড স্টোরের শ্রমিক টোটো চা শ্রমিক বাগানে শ্রমিক সকলেই এই লড়াই আন্দোলনের সামিল হয়েছে বলে সি আই টি ইউ নেতা কৃষ্ণ সেন জানান। তিনি বলেন জেলার সমস্ত শ্রমজীবী মানুষ বীমা ব্যাংক পোস্ট অফিস সহ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্মচারীদের পাশাপাশি চা শ্রমিক সহ অন্যান্য অংশের শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করবে ।
দেশের সরকার কোটিপতিদের স্বার্থে দেশের শ্রমকোড প্রণয়ন করছে দেশের সাধারণ শ্রমজীবী মানুষকে ঠকিয়ে। আট ঘন্টার বদলে ১২ ঘন্টা কাজের আইন শ্রমিক দের সাথে প্রতারণা করার সামিল। শ্রমিক বিরোধী এই শ্রমকোড কোনোভাবেই মানুষের মানবে না দেশের শ্রমজীবী মানুষ। তিনি গরীব খেটে খাওয়া মানুষদের এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান।