অরণ্যের মধ্যে খাদ্য সংকট, তাই বন থেকে বাইরে বেরিয়ে আসতে হচ্ছে পশুদের। ধরা পড়ল ১২ ফুট লম্বা বিশালাকার পাইথন

আজ খবর (বাংলা), [রাজ্য], বানারহাট,জলপাইগুড়ি, ১২/০৬/২০২৫ : লোকালয়ের থেকে উদ্ধার বিশাল আকৃতির পাইথন” ঘটনায় চাঞ্চল্য বানারহাটে।
বুধবার রাতেই বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকার বেরুবাগ নদীতে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি বিশাল আকৃতির পাইথন। সেই সময় স্থানীয় বাসিন্দারা ১২ ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে, বেঁধে রাখে প্রাথমিক স্কুলের মাঠে। এদিকে পাইথনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই একের পর এক ভিড় জমান এ লেখার বাসিন্দারা, পরবর্তীতে খবর দেওয়া হয় মরারঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বন কর্মীদের বন কর্মীরা ঘটনাস্থলে এসে ১২ ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে বনদপ্তর সূত্রে খবর পাইথনটিকে পর্যবেক্ষণের পর মরার ঘাট রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
তবে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার ওই এলাকা থেকে পাইথন উদ্ধার হয়েছে, বিভিন্ন সময় গবাদি পশু হাঁস-মুরগি সাবার করছে। তার জেরে আতঙ্কিত রয়েছে এলাকার মানুষরা। তাদের আশঙ্কা গ্রামের পাশেই রয়েছে খট্টিমারি জঙ্গল। সেই জঙ্গল থেকেই খাদ্যের লোভে গ্রামে চলে আসছে পাইথন।