কেন একই জায়গায় বারবার ভূকম্পন ?

আজ খবর (বাংলা), [দেশ], পোর্ট ব্লেয়ার,আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ৩০/০৬/২০২৫ : আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের কাছাকাছি সমুদ্র এলাকায় বার বার ভূকম্পন অনুভূত হয়ে চলেছে।
সোমবার একই দিনে তৃতীয়বারের জন্যে ভূমিকম্প অনুভূত হল আন্দামান সাগরে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪.৭ ; বেলা ১২:০৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। আজই সকাল ১০টা বেজে ৯ মিনিট নাগাদ এই অঞ্চলে প্রথম ভূকম্পন অনুভূত হয়েছিল, সেটির মাত্রা ছিল ৪.৭; তারপর বেলা ১১:২২ নাগাদ ফের ভূকম্পন হয়েছিল। সেই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৬;
আন্দামান সাগর এমনিতেই ভূকম্পন প্রবন এলাকা এবং ভূকম্পনের দিক থেকে এই দ্বীপ পূঞ্জের অবস্থান দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায়। কিন্তু একইদিনে তিন তিনবার এই এলাকায় ভূকম্পন হয়ে যাওয়ায় চিন্তিত আন্দামান প্রশাসন। যদিও এই এলাকায় এখনো সুনামি সতর্কতা জারি করা হয় নি। গত ২৫ তারিখেও এই আন্দামান সাগরেভূকম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৬; আজকের ভূমিকম্পে সেভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।