ধর্মীয় নিষেধাজ্ঞা আর হিংসার ভয় কাটিয়ে ঢাকায় সম্পন্ন রথযাত্রা 

সংখ্যালঘু নিপীড়ণের আবহেও ঢাকার রাজপথে ইসকনের রথ, প্রশাসনের কড়া  নজরদারিতে উৎসব উদযাপন 


আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা,বাংলাদেশ, ২৮/০৬/২০২৫ :
 নানারকম আশঙ্কা এবং শর্তাবলির বেড়াজালকে এড়িয়ে অবশেষে শান্তিতেই রথযাত্রা উৎসব পালিত হল বাংলাদেশে। 

প্রতি বছর ঢাকায় ইসকন  রথযাত্রা উৎসবের আয়োজন করে. এই বছরেও ঢাকার রাজপথে ইসকনের  রথ বেরিয়েছে এবং হাজার হাজার মানুষ সেই রথের দড়িতে টান  দিয়েছেন। বাংলাদেশে হিন্দুদের অন্যতম সর্ব বৃহৎ উৎসব হল এই রথযাত্রা। বিগত কয়েক মাসে বাংলাদেশে প্রচুর হিংসার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন। সংখ্যা লঘুদের ওপর ব্যাপক নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি বেশ কিছু জায়গায় সংখ্যালঘুদের উপাসনালয়গুলিকে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।  ইসকনের  এক সাধুকে বিনা বিচারে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। 

বাংলাদেশের এই রাজনৈতিক আবহে রথযাত্রা সুষ্ঠুভাবে করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল।  রথযাত্রার ক্ষেত্রেও নানারকম শর্ত আরোপ করতে চেয়েছিল কিছু মৌলবী। বলা হয়েছিল কোনো মসজিদের সামনে দিয়ে রথ নিয়ে যাওয়া যাবে না।  মসজিদে আজান দেওয়ার সময় রথ নিয়ে যাওয়া চলবে না।  তবে শেষ পর্যন্ত বিপুল পুলিশ প্রহরায় শেষ পর্যন্ত রথযাত্রা সম্পন্ন হয়েছে।

এদিন জগন্নাথদেবের রথ স্বামীবাগ আশ্রম থেকে জয়কালী মন্দির হয়ে ঢাকেশ্বরী মন্দিরের কাছে গিয়ে পৌঁছেছে। উল্টো রথের দিন অর্থাৎ আগামী ৫ তারিখে ঠিক একই রুট ধরে রথ ফিরে আসবে ইসকন মন্দিরে।  এদিন রথযাত্রার কারনে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছিল দুপুরে কিছুক্ষনের জন্যে ঐ  পথ  যানবাহন নিয়ে ব্যবহার না করতে। 


Loading

Leave a Comment