
আজ খবর (বাংলা), [রাজনীতি], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৭/০৪/২০২৫ : দক্ষিণ কলকাতায় যখন চাকরিহারাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উত্তর বঙ্গের জলপাইগুড়িতে তাঁর ওপরেই অবিশ্বাস বাড়িয়ে আন্দোলনে নামলেন চাকরিহারারা। দক্ষিণে আশ্বাস, উত্তরে অবিশ্বাস চাকরিহারাদের।
জলপাইগুড়িতে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে চলা অবস্থান বিক্ষোভ মঞ্চে যোগ দিলেন সদ্য চাকরি হারা শিক্ষকরা।

সোমবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস এবং সদর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
এবার সেই আন্দোলনে সামিল হতে দেখা গেলো সদ্য চাকরি হারানো শিক্ষকদেরকে। এই প্রসঙ্গে চাকরি হারানো শিক্ষক দেব প্রিয় সাহা হতাশার সুরে বলেন, “আজকে কলকাতায় ইনডোর স্টেডিয়ামে চাকরি হারানো শিক্ষকদের সাথে মমতা বন্দ্যোপধ্যায়ের যে সভা রয়েছে সেই সভায় মুখ্যমন্ত্রী যাই বলুন, ওনার ওপর এর আমরা আর আস্থা রাখতে পারছি না। আর সেই কারণেই যাই নি কলকাতায়, কারন এর আগেও উনি প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ যোগ্য অযোগ্য দের পৃথক করার যে কথা বার বার কলকাতা হাই কোর্ট বলেছিল সেটি তিনি করেন নি। তিনি যোগ্য এবং অযোগ্য দের মিলিয়ে দিয়েছেন। যে কারণে সর্বোচ্চ আদালত এমন এক নির্দেশ দিলো যে আমাদের চাকরিটা ও চলে গেছে। আজ যদি বেতন বন্ধ করে দেয়, তাহলে আমাদের মতো যারা আছে, তাদের বেঁচে থাকাটাই মুসকিল হয়ে যাবে। আমার এবং আমার স্ত্রীর দুজনেরই চাকরি চলে গিয়েছে।”