নবনীরে বৃদ্ধাদের মুখে প্রসাদের হাসি, আইন কলেজে ছাত্রীর আর্তনাদ !

নবনীরের বাসিন্দাদের দিঘা জগন্নাথ দর্শনের আশ্বাস, অন্যদিকে শহর কাঁপালো আইন কলেজে নির্যাতনের অভিযোগ।

নবনীরে প্রসাদ বিতরণ করছেন মেয়র ফিরহাদ হাকিম 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ,   ২৮/০৬/২০২৫ : মুখ্যমন্ত্রীর   খুব স্নেহের নবনীর বৃদ্ধাশ্রম। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রথ যাত্রার দিন চেতলায় অবস্থিত বৃদ্ধাশ্রম নবনীরে আসে দিঘা জগন্নাথ ধামের প্রসাদ। 

সেই মহাপ্রসাদ আবাসিকদের হাতে তুলে দিলেন পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। আবাসিক দের আদর করে তাঁদের হাতে প্রসাদ দিলেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  নির্দেশে তাঁদেরকে দিঘা জগন্নাথ মন্দিরের দর্শন করতে নিয়ে যাওয়ার কথাও আবাসিকদের জানালেন তিনি। তিনি জানান যে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে নবনীরের আবাসিক দের হাতে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করতে। একই ভাবে অনেক কাউন্সিলররা তাঁদের নিজেদের ওয়ার্ডগুলিতে প্রসাদ বিলি করেছেন। 

ফিরহাদ হাকিম  জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে নবনীরের আবাসিকদের দিঘা জগন্নাথ মন্দিরের দর্শন করাতে, সেখানে তাঁদেরকে  আবাসিকদের নিয়ে আসতে। তাই তিনি সবাইকে বলে দিয়েছেন যে যারা সুস্থ আছেন বা যেতে পারবেন, তাঁদেরকে লাক্সারি বাস করে দিঘা জগন্নাথ মন্দির নিয়ে যাওয়া হবে। 

আজ রথযাত্রা হলেও সারাদিন খবরের সব গুরুত্বটুকু কেড়ে নিয়েছিল আইন কলেজে গণধর্ষণের ন্যক্কারজনক একটি  ঘটনা। যদিও এদিন কলেজের মধ্যে গণধর্ষণ নিয়ে ফিরহাদ হাকিম  জানান যে “এটা খুবই নিন্দজনক ঘটনা। পুলিশ নিশ্চয়ই  কঠোর ব্যবস্থা নেবে।” যদিও  এই বিষয়ে বিশদে তিনি কিছু জানেন না।  এই ব্যাপারে তিনি সবটা জেনে নিয়ে তারপরেই কিছু বলতে পারবেন। 

আজ শহর কাঁপলো একটি ন্যক্করজনক ঘটনার জন্যে। ঘটনাটি অবশ্য বুধবার সন্ধ্যেবেলায় ঘটেছে, তবে প্রকাশ্যে এসেছে আজ। বুধবার সন্ধ্যেবেলায় এক টিএমসিপি নেতা কসবা আইন কলেজের এক ছাত্রীকে আরও দুইজনের সাহায্যে গণধর্ষণ করে। ঐ  নেতা ঐ  কলেজেরই প্রাক্তন ছাত্র।  মেয়েটিকে ভয় দেখানোও হয়, তার নগ্ন ছবি ভিডিও করে রাখা হয়।  কিন্তু তা সত্বেও কোনো বাধা না মেনে মেয়েটি থানায় এফআইআর করে। পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করেছে। গোটা ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছে। তৃণমূলের দিকে তোপ  দেগেছে বিজেপি। থানা ঘেরাও করেছে। ধস্তাধস্তি হয়েছে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে। অভয়া কাণ্ডের পর ফের একই ধরনের ঘটনা ঘটায় অস্বস্তিতে রাজ্য সরকার। 

Loading

Leave a Comment