দেশ জুড়ে সোৎসাহে পালিত রথযাত্রা 

রথযাত্রা উপলক্ষে ভক্তেরা লুটায়ে  পথে কৰিছে প্রণাম 

আজ খবর (বাংলা), [দেশ], পুরী ও দীঘা, ওড়িশা ও পশ্চিমবঙ্গ, ২৭/০৬/২০২৬ : আজ রথযাত্রা, দেশের বিভিন্ন জায়গায় রথের দড়িতে টান পড়েছে। জগন্নাথ দেব চলেছেন মাসির বাড়িতে। সঙ্গে রয়েছেন দাদা বলভদ্র ও বোন সুভদ্রা।

পুরীতে রথের উৎসবে হাজির হয়েছেন লক্ষ লক্ষ ভক্তের দল। বহু প্রতীক্ষিত শ্র্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মত এবছরেও  ভীড়  উপচে পড়েছে। মা লক্ষীকে বিদায় জানিয়ে জগন্নাথদেব পুরীর মন্দির থেকে ভক্তদের কাঁধে চেপে  এবং তাঁর নন্দীঘোষ রথে বিরাজমান হয়েছেন।  রথের দড়িতে টান  পড়তেই বিজয় উল্লাসে মেতে উঠেছে মর্ত্যবাসী।  ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে একটু একটু করে রথ এগিয়ে চলেছে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে। 

এ বছর রথ উপলক্ষে সেজে উঠছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটিও। কিছুদিন  আগেই উদ্বোধন হয়েছিল, আর এই বছর প্রথম রথের দড়িতে টান পড়ল।  রথ উপলক্ষে দীঘায় প্রচুর ভক্তের ভীড় হয়েছে। রথের দড়িতে টান  দিতে দীঘায় আগেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার মানুষ আজ এক অন্যরকম মহোৎসবের সাক্ষী থেকে গেলেন। রথ উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়েছে। 

আজ রাজ্যের অন্যান্য জায়গাতেও রথ যাত্রা পালিত হচ্ছে মহা ধুমধামের সাথে। ইসকনের  রথযাত্রায় এ বছর বেশ ভীড় লক্ষ্য করা গিয়েছে। হুগলির মাহেশের রথেও  একই অবস্থা। উত্তর কলকাতার শহরতলি রথতলাতেও রথ বেরিয়েছে।  গুপ্তিপাড়াতেও আজ রথের দড়িতে টান  পড়েছে।  মহিষাদল রাজবাড়ীর রথ  উৎসবও পালিত হয়েছে।  বর্ধমানের আমাদপুরের রথযাত্রা বেশ বিখ্যাত, গোটা গ্রাম পরিক্রমা করে এই রথ। এই রথের চাকার মাটি দিয়েই তৈরি করা হয় দূর্গা মূর্তি। হুগলির চন্দনগরেও পালিত হয়েছে রথযাত্রা। নদীয়ার যাগবলহাট রথযাত্রাও পালিত হয়েছে মহা সোৎসাহে। হুগলির গরল গাছাতেও মুখার্জি বাড়ির রথ উৎসব পালিত হয়েছে। নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বাবার তৈরি রথযাত্রা পালিত হয়েছে। এছাড়াও কলকাতার খিদিরপুর অঞ্চলে জগন্নাথ মন্দির থেকেও প্রতি বছরের মত এ বছরেও রথ বেরিয়েছে বলে জানা গিয়েছে। 


Loading

Leave a Comment