আইন কলেজের মধ্যেই বেআইনি কাজকর্ম। এই ঘটনায় বিজেপি দুষছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে। তারা বলছে এই ঘটনায় এক তৃণমূল সদস্য জড়িত আছে।

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/০৬/২০২৫ : কলকাতার একটি আইন কলেজের মধ্যে গণ ধর্ষণের অভিযোগ উঠেছে। কলকাতার কসবা ল’ কলেজে ওই কলেজেরই এক ছাত্রীর ওপর গণ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ২৪ ঘন্টার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। সন্ধ্যা সাড়ে সাতটার পরে. কলেজের এক ছাত্রীকে তিনজন মাইল গণ*ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তেরা হয় ঐ কলেজেরই প্রাক্তন ছাত্র অথবা ঐ কলেজের স্টাফ সদস্য বলে জানা গিয়েছে। অভিযুক্তদের নাম মনোজিৎ মিশ্র (৩১), জায়েয আহমেদ (১৯) ও প্রমিত মুখোপাধ্যায় (২০). এই তিন জনের মধ্যে বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তৃতীয় জনকে আজ গ্রেপ্তার করা হয়েছে.
তিন অভিযুক্তকে হাজির করা হয়েছিল। পুলিশ এদেরকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছে। মেয়েটিটর চিকিৎসা চলছে একটি হাসপাতালে।
এই ভয়ঙ্কর বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। পদ্ম নেতা অমিত মালব্য বলেন,”আর জি কর হাসপাতালের ঘটনা এখনো ফিকে হয়ে একটা ঘটনা ঘটে গেল. পশ্চিমবাংলায় এতটাই উন্নয়ন হচ্ছে যে এই ধরনের ঘটনা প্রায়ই থাকছে। অভিজ্যুক্তদের সাথে একজন তৃণমূল সদস্যও ছিল বলে আমরা জানতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্যে ত্রাস এবং আতঙ্কে পরিণত হয়েছে।”
গোটা ঘটনার তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ।