আশা রাহুলের হারমোনিয়ামের ওপর পুষ্পস্তবক রেখে অপলক তাকিয়ে রইলেন তাঁর পঞ্চমের চোখের দিকে

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৭/০৬/২০২৫ : সুরসম্রাট রাহুল দেব বর্মনের জন্মদিন পালন করতে আজ আশা ভোঁসলে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ে দেব বর্মন ভবনে। লিজেন্ড রাহুলদেব বর্মনের বয়স হল ৮৬ বছর।
রাহুল দেবের জন্মদিন আশা ভোঁসলের কাছে সব সময়ই একটা বিশেষ দিন। তাই তো পদ্ম ভূষণ আশা ভোঁসলে তাঁর প্রাক্তন স্বামীকে শ্রদ্ধা জানাতে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস সেলারের সাথে পৌঁছে গিয়েছিলেন দেব বর্মন ভবনে। আশা রাহুলের বাড়িতে ছিলেন বেশ কিছুক্ষন, আর সেই সময়টুকু কেটেছে আবেগ ঘনভাবেই। আশা বেশ কিছুক্ষন রাহুলের ছবির দিকে অপলক তাকিয়ে থাকেন। তারপর একটি মালা ছবিতে পরিয়ে দেন। একটি পুষ্প স্তবক রাখেন রাহুলের প্রিয় হারমোনিয়ামটা ওপর।
স্পষ্টতঃ দেখা যায় আশা ভোঁসলের চোখের কোল ভিজে গিয়েছে। এরপর আশা ভোঁসলে তাঁর পঞ্চমকে হাত জোর করে প্রণাম করেন। আর তার পরেই একটি কেক কাটেন রাহুলের ছবির সামনে দাঁড়িয়ে। এই মুহূর্তগুলো বয়ে যাচ্ছিল একেবারে নীরবতার মধ্যে দিয়ে। ফের একবার প্রণাম করে আশা সরে আসেন রাহুলের ছবির সামনে থেকে।
এদিন সাংবাদিকদের আশা বলেন, “বহুদিন ধরেই পঞ্চমের সাথে গান গেয়েছি। তাঁর বাবার সাথেও গান গেয়েছি। অনেক অনেক স্মৃতি রয়েছে তাঁদের সাথে। সেইসব কথা আমার মনে পড়ে যায়। মন খারাপ হয়ে ওঠে। তবে পঞ্চম অনেক দিন হয়ে গেল আমাদের মধ্যে আর নেই। সময় এগিয়ে চলে নিজের খেয়ালে। তাকে তো আর ধরে রাখা যায় না।”