দাবানল থেকে বাঁচতে ছুটে বেড়াচ্ছে পশুরা। হাতির আক্রমণে মৃত ১ 

আজ খবর অবাংলা) [রাজ্য],  চালসা , জলপাইগুড়ি, ০৩/০৪/২০২৫ :  ডুয়ার্স জুড়ে জ্বলছে জঙ্গল, দিশেহারা হাতি সহ অন্যান্য বন্য প্রাণ, অরণ্যে খাবার নেই।  অভয়ারণ্যই এখন ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে।  সমতল ছেড়ে পাহাড়ের পথে পালানোর সময়ে এক মানব দম্পতিকে  সামনে পেতেই শুঁড়ে  তুলে আছড়ে মারলো একটি হাতি। , 

ঘাস বন তৈরির জন্য আগুন লাগিয়েছে বন বিভাগ বলে দাবী করছেন পরিবেশ কর্মীর। সেই আগুন ধিকি ধিকি করে জ্বলে ছড়িয়ে পড়ছে অরণ্যের এদিকে সেদিকে। চালসা অঞ্চলে পুড়ে ছাই বিস্তীর্ন বনাঞ্চল। পুড়ে গিয়েছে বড় বড় গাছগুলিও।  আগুনের লেলিহান শিখায় পুড়ে মারা গিয়েছে প্রচুর ছোট প্রাণী এবং পাখি। পাওয়া গিয়েছে পুড়ে যাওয়া ময়ূরের ডিম। অরণ্যে না আছে খাবার, না আছে জল।  তার ওপর দাবানল থেকে বাঁচতে হাতির মত বড় প্রাণীরাও পাহাড়ের ওপর দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। 

এই রকম একটি পরিস্থিতিতে স্কুটিতে চেপে জলঢাকা যাওয়ার পথে হাতির সামনে পরে যায় এক দম্পতি। স্কুটি থেকে নেমে স্বামী পালানোর চেষ্টা করলেও স্ত্রী আর পালাতে পারেন নি।  একটি হাতি তাঁকে  শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই সম্ভবত মৃত্যু হয়েছে ঐ  মহিলার। স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পালাতে গিয়ে তিনি আহত হয়েছিলেন।  

ঘটনাটি ঘটেছে চাপড়ামারি অভয়ারণ্যের বনবাংলো যাওয়ার পথেই। ঐ  দম্পতির পরিচয় এখনো জানা যায় নি।  প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন ধরেই ডুয়ার্সের জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে। সেই আগুন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আগুনের হাত থেকে বাঁচতে দিশেহারা হয়ে অরণ্যের নানান প্রান্তে ছুটে বেড়াচ্ছে বন্য পশুরা। সেই দৃশ্য ইতিমধ্যেই ক্যামেরা বন্দীও  হয়েছে।  আগুনের হাত থেকে বাঁচাতে বড় আকারের পশুদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে বন দপ্তর। তবে সেই কাজে আরও সতর্ক হওয়ার দরকার বন দপ্তরের কর্মীদের। 


Loading

Leave a Comment