চলে গেলেন অভিনেতা মনোজ কুমার 

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বাইঃ , মহারাষ্ট্র, ০৪/০৪/২০২৫ :  পরলোক গমন করলেন প্রখ্যাত অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর.  

সিনেমা প্রেমী মানুষ মনোজ কুমারকে ভারত কুমার বলেও অভিহিত করতেন, কেননা তিনি দেশপ্রেমের ছবিতেই বেশ্শিরভাগ অভিনয় করেছেন। আজ ভোর ৪:০৩ নাগাদ মুম্বইয়ের  কোকিলাবেন আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন।মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী জানিয়েছেন আগামীকাল বেলা ১১টায় মুম্বইয়ের  ভিলেপার্লের নানাবতী হাসপাতালের সামনে পবন হংসে মনোজ কুমারের শেষ কৃত্য সম্পন্ন করা হবে। 

মনোজ কুমার দীর্ঘদিন ধরে জুড়েছিলেন হিন্দি সিনেমার সাথে। তাঁর অভিনীত ‘উপকার’, ‘পূরব  ঔর  পশ্চিম’, ‘রোটি কাপড়া আওর  মকান’ আজ মনে রেখেছেন সিনেপ্রেমীরা। মনোজ কুমার পদ্মশ্রী  দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন।  তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীশ। এছাড়াও শোক জ্ঞাপন করেছেন মনোজ কুমারের অসংখ্য গুণমুগধ অনুরাগীরা। 


Loading

Leave a Comment