আসন ধরে রাখতে মমতা তুষ্টিকরণের রাজনীতি করছেন : পুস্কর ধামি  

আজ খবর ( বাংলা),  [রাজনীতি], রায়পুর, ছত্তিসগড়, ২২/০৪/২০৫ : মুর্শিদাবাদে হিংসার ঘটনা সম্বন্ধে বলতে  গিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় তোপ  দাগলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। 

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটে তাঁর আসন সংখ্যা নিয়ে চিন্তিত। তিনি যেখানে যতটা পারেন তাঁর রাজ্যে হিন্দুদের সংখ্যা কমানোর ব্যবস্থা করছেন। আর সেইসঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে  আগত অনুপ্রবেশকারীদের জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এই দেশ সম্পর্কে তাঁর কোনো আগ্রহ নেই;  আর সেই জন্যেই ওখানে এত হিংসার ঘটনা ঘটছে।  পশ্চিমবংলার এই পরিস্থিতির ব্যাপারে কেন্দ্র সরকার যথেষ্ট সিরিয়াস রয়েছে। কড়া  নজর রাখা হয়েছে ঘটনাপ্রবাহের ওপর। “

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে তুষ্টিকরণের রাজনীতি চলছে।  ধৰ্ম নিরপেক্ষতার নামে তুষ্টিকরণ  দেখে গোটা দেশ ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তুষ্টি কারণ আমাদের ১৯৪৭-৪৮ সালের কথা মনে পরিয়ে দিচ্ছে। কিন্তু ওরা  ভুলে যাচ্ছে যে এটা  ১৯৪৭-৪৮এর ভারত নয়,. এরপর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই  ছুঁড়ে ফেলে দেবে। “


Loading

Leave a Comment