
আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৪/০৫/২০২৫ : চার জঙ্গীদের মধ্যে তিনজন জঙ্গীকে খতম করল নিরাপত্তা বাহিনী। বাকি একজনের খোঁজ চলছে। এছাড়াও পাকিস্তানের ছোঁড়া না ফাটা সেল আজ নিষ্ক্রিয় করা হল এলওসির কাছেই।
গত দুই দিন ধরেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের অরণ্যে চার জঙ্গীর পিছনে ধাওয়া করেছিল নিরাপত্তা বাহিনী। সংখ্যায় এই জঙ্গীরা তিনজন ছিল নাকি চারজন ছিল, তা নিয়ে অবশ্য সংশয় দেখা দিয়েছে। তবে ঐ জঙ্গী দলের তিনজনেরই গতকাল মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলি খেয়ে। পহেলগাঁওয়ে যে জঙ্গীরা নাশকতা চালিয়েছিল, তাদের সাথে এই জঙ্গীদের কোনো সম্পর্ক আছে কিনা বা কোনো নযোগাযোগ আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে, তবে এটা জানা গিয়েছে যে এই জঙ্গীরা এবং পহেলগাঁওয়ের জঙ্গীরা একই দলের একই শাখার সদস্য।
পহেলগাঁওয়ের জঙ্গীদের খোঁজে সোপিয়ানের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। জঙ্গীদের মাথার দাম ধার্য হয়েছে ২০ লক্ষ টাকা। সূত্রের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। আজ নতুন করে পুলওয়ামায় পোস্টার দেওয়া হয়েছে জঙ্গীদের খুঁজে বের করার জন্যে। পুলওয়ামার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
এদিকে জম্মুও কাশ্মীরের রাজৌরি সেক্টরে খোলা মাঠে একটি পাকিস্তানি সেল পড়ে থাকতে দেখা যায়। এই সেলটি পাকিস্তানের দিক থেকে ছোঁড়া হয়েছিল, কিন্তু সেটি ফাটে নি। আজ সেই না ফাটা সেলটি উদ্ধার করে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে পাক সেলে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখছে জম্মু ও কাশ্মীর সরকার।