বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ০৮/০৪/২০২৫ : ফের বিজেপিতে ভাঙ্গন। শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগদান ধুপগুড়িতে।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রাম নবমীর মিছিলের পরের দিনই বড়সড় ভাঙ্গন দেখা দিলো  বিজেপিতে। ১৬ নং ওয়ার্ডে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল বিধায়কের হাত ধরে যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে।

উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক ড: নির্মলচন্দ্র রায়, তৃণমূল নেতা রাজেশ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। যোগদান শিবিরে উপস্থিত প্রত্যেকেই তৃণমূলের নাম স্লোগান দিতে শুরু করেন। 


Loading

Leave a Comment