ভুয়ো অনুমতি পত্র নিয়ে অমরনাথ যাত্রার আগেই আটক এক যাত্রী 

অমরনাথ যাত্রার ভুয়ো অনুমতিপত্র নিয়ে ধরা পড়লেন এক যাত্রী 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০১/০৭/২০২৫ :  জম্মু ও কাশ্মীরেঅমরনাথ যাত্রার জন্যে প্রয়োজনীয় জাল অনুমতি পত্র নিয়ে ধরা পড়লেন এক তীর্থযাত্রী।  তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পহেলগাওঁতে হত্যাকাণ্ডের পর সমগ্র কাশ্মীর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা।  জম্মু থেকে পহেলগাঁও ,শেষনাগ,পঞ্চতরনী  হয়ে যাত্রীরা এগিয়ে যাচ্ছেন অমরনাথের দিকে।  এই বছর অমরনাথ যাত্রা সফলভাবে শেষ করতে বদ্ধপরিকর নিরাপত্তা বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ওমর আবদুল্লা  প্রশাসন।  কাশ্মীরের বিভিন্ন জায়গায় নাকা  চেকিং থেকে শুরু করে চিরুনি তল্লাশি অভিযান সব কিছুই চালানো হচ্ছে, যাতে অমরনাথ যাত্রা ভালোভাবে সম্পন্ন করা যায়। 

আজ অমরনাথ যাত্রাকালীন চেকিংয়ের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। এই ব্যক্তির কাছে অমরনাথ যাত্রার  ভুয়ো অনুমতিপত্র পাওয়া গিয়েছে।  এই ব্যক্তির নাম শিবম মিত্তল (বাবা কৃষাণ মিত্তাল),  ইনি  হরিয়ানার যমুনানগর জেলার জগধারীর দ্বারকা পুরীর বাসিন্দা।  যে বিধি নিষেধে কোনো যাত্রীকে অমরনাথ যাত্রা করতে আটকে দেওয়া যায়, সেই ধরনের কোনো একটা পরীক্ষা যাতে দিতে না হয়, তার জন্যেই তিনি একটি ভুয়ো অনুমতিপত্র জোগাড় করেছিলেন কিনা সেটাই এখন  খতিয়ে দেখ্ছে পুলিশ। এই কারণেই আপাতত আটক  করা হয়েছে এই ব্যক্তিকে। 

কাশ্মীর পুলিশ জানিয়েছে, “স্থানীয় প্রশাসনকে ঠকিয়ে এই ব্যক্তি অমরনাথ যাত্রা করতে চেয়েছিলেন। তিনি কিভাবে ঐ  অনুমতি পত্র জোগাড় করলেন, তা জানতে পুলিশ বিশদে তদন্ত শুরু করেছে। ঐ  ব্যক্তির বিরুদ্ধে শোন মার্গ থানায় একটি এফ আই আর  দায়ের করা হয়েছে।  অবৈধ অনুমতিপত্র নিয়ে কাশ্মীরে আর কেউ ঘুরছে কি না,অথবা অবৈধ অনুমতি পত্র নিয়ে আর কেউ অমরনাথের দিকে রওনা হয়ে গেল কিনা সেটা ভাল করে খতিয়ে দেখছে পুলিশ। 


Loading

Leave a Comment