পণ্যবাহী যানবাহনে বেশি ওজন চাপলেও দেখার কেউ থাকে না. যাদের দেখার কথা তারাও দেখতে না পাওয়ার ভান করে. ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে শিলিগুড়ির আনাচে কানাচে।

আজ খবর (বাংলা), [রাজ্য] বাগডোগরা, দার্জিলিং, ০২/০৭/২০২৫ : তরমুজ ভর্তি লরি উল্টে গেল বাগডোগরার বিহার মোড়ে, আহত চালক এবং সহচালক।
মঙ্গলবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বাগডোগরার বিহার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি তরমুজ বোঝাই লরি। জানা গিয়েছে, তামিলনাড়ুর নম্বর প্লেট লাগানো ঐ লরিটি হরিয়ানা থেকে বিপুল পরিমাণ তরমুজ নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল । বিহার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে। তারপরই রাস্তার উপর উল্টে যায় লরিটি।
লরি উল্টে পড়ায় রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে যায় তরমুজের স্তূপ। ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। আহত অবস্থায় লরির চালক ও সহচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত টোটো চালক ও অন্য কেউ আহত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।