অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা শিলিগুড়িতে 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২২/০৫/২০২৫ : ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যকে কুর্নিশ জানিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির বুকে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। সুভাষপল্লী নেতাজি মোড় থেকে শুরু হয়ে এই যাত্রা গিয়ে শেষ হয় এয়ারভিউ মোড়ে।

এই কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। যাত্রায় নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা  ও বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

শহরের বিশিষ্ট নাগরিক, সাধু-সন্ন্যাসী, প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। রাস্তাজুড়ে ছিল দেশপ্রেমের আবহ, হাতে হাতে তেরঙা পতাকা ও মুখে দেশাত্মবোধক স্লোগান।

বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব। ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় যে সাহসিকতা ও সাফল্য দেখিয়েছে, তা অনন্য।” এই কর্মসূচির মাধ্যমে বিজেপি একদিকে যেমন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।


Loading

Leave a Comment