ভারত কি তাহলে সত্যিই যুদ্ধের দিকে এগোচ্ছে ? চিন্তায় পাকিস্তান 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৯/০৪/২০২৫ :   ফের এক অত্যন্ত জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। বৈঠকের পৌরোহিত্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ওই  বৈঠকে মোদীর সাথে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।  এছাড়াও ঐ  বৈঠকে উপস্থিত আছেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নেভি চিফ এডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং. দেশের যুদ্ধ বিষয়ক তিন প্রধান, তাঁদের চিফ,ও প্রতিরক্ষামন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত জরুরি বৈঠকে বসেন, তখন তাকে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিই বলা যেতে পারে। 

এর আগে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়াও চিফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ্গার সাথে সাক্ষাৎ করে কোনো এক  গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলাফল নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন। এই বৈঠকগুলি থেকেই মনে করা হচ্ছে যে ভারত প্রাথমিকভাবে যুদ্ধের দিকেই  এগিয়ে গিয়ে থাকতে পারে। তবে এই বৈঠকগুলি করা হচ্ছে অত্যন্ত গোপনভাবে। তাই যতক্ষণ না কিছু ঘটছে ততক্ষন অপেক্ষা ছাড়া আর কিছুই করে উঠতে পারছে না পাকিস্তান। এই মুহূর্তে আশঙ্কার  প্রহর গুনছে তারা। 


Loading

Leave a Comment