
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী , ভারত, ২৯/০৪/২০২৫ : এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, আর তা হল দিল্লীতে স্বরাষ্ট্র মন্ত্রীর ঘরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। এই বৈঠকের পরেই কি এমন কিছু পদক্ষেপ ভারত করতে চলেছে যা কিনা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ঘরে ! সেটা নিয়েই উঠছে প্রশ্ন।
ভারত কি এখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ঝাঁপাবে ? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে অর্ধেক দুনিয়া জুড়ে। কিছুদিন ধরেই ভারত এমন কিছু প্রস্তুতি নিয়েছে যা কিনা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিতবহ। ভারত সম্ভবত এবার বড় কিছু করতে চলেছে বলে মনে করছে পাকিস্তানই। তবে পাকিস্তান শুধু ভারত থেকেই হুমকি পায় নি, আফগানিস্তানের তালিবান সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তারা পাক-আফগান সীমান্তে ডুরান্ড লাইন মানে না। পাকিস্তান বিদ্রোহে জেরবার বালুচিস্তান নিয়েও। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে পাকিস্তান।
এদিকে ভারত জঙ্গীদের সাফ করতে বদ্ধ পরিকর। এই ব্যাপারে অর্ধেক দুনিয়া এসে দাঁড়িয়েছে ভারতের পাশে। প্রধানমন্ত্রী ভারতের সেনাবাহিনীর উচ্চস্তরে যা কিছু আলোচনা করার তা করে ফেলেছেন। প্রধানমন্ত্রীর ঘর থেকে যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সেসব বাস্তবায়ন করার পালা। আর সম্ভবত সেই কারণেই আজ স্বরাষ্ট্র মন্ত্রীর ঘরে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্র সচিব গবিন্দ মোহন। এছাড়াও আছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল, অসম রাইফেলস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল এবং সিআইএসএফ-এর ডিজি।
এই মুহূর্তে কাশ্মীরে যে অভিযানগুলি চালানো হচ্ছে সেগুলি যথেষ্ট স্পর্শকাতর হওয়ায় সেগুলি সম্বন্ধে কোনো রকম আপডেট দেওয়া হচ্ছে না. তবে জম্মু ও কাশ্মীরের অন্তত ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যাকার আশেপাশে যে ঘন পাইন অরণ্য রয়েছে, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেখানে দুজন ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও যারা সেদিন জঙ্গীদের হত্যাকান্ড সফল করতে সাহায্য করেছিল খোঁজ চলছে তাদেরও। তাদের একটি তাল;ইকা তৈরি করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেদিন যে ঘোড়াওলা বা জিপার লাইনাররা সেখানে উপস্থিত ছিল, যারা প্রত্যক্ষদর্শী, তাদেরকে জেরা করার কাজ চালানো হচ্ছে।
এদিকে গতকাল মধ্যরাত্রে পাক রেঞ্জাররা বিনা প্ররোচনায় ভারত সীমান্তের চৌকি লক্ষ্য করে গুলি চালিয়েছে। ভারতও সমানে জবাব দিয়েছে বলে জানা যাচ্ছে।