বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ভাংচুরের নিন্দা বিজেপির 

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আক্রমণের ঘটনার নিন্দা করুক ওয়ার্ল্ড কমিউনিটি, চাইছে বিজেপি।  ভাংচুরের ঘটনায়  দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ১২/০৬/২০২৫ :  বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে যে বা  যারা ভাংচুর চালিয়েছে, তাদের গোটা বিশ্ব নিন্দা করুক, এই আহবান করেছেন বিজেপি সাংসদ  সম্বিৎ পাত্র। 

 সম্বিৎ পাত্র বলেন, “আমি বিশ্বাবাসীর কাছে আবেদন করছি, ওয়ার্ল্ড কমিউনিটি তাদের নিন্দা করুক যারা বাংলাদেশে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথের কাছারিবাড়িতে হামলা চালিয়েছিল। যারা ঐ  বাড়িতে গিয়ে অবাধে ভাংচুর চালিয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর পাঁচজন মানুষের মত নন। তিনি বিশ্ব বরেণ্য। তাঁর বাড়িটিকে আক্রমণ করার মানেই হচ্ছে তাঁর ভাবধারাকে আক্রমণ করা। বিজেপি গোটা বিশ্বের কাছে এই আবেদন করছে, সব দেশের মানুষ, বাংলাদেশে আজ যা কিছু ঘটছে তার নিন্দা করুক, নীতি ও আদর্শকে যারা জলাঞ্জলি দিচ্ছে,যারা সংস্কৃতিকে বিনষ্ট করছে, যারা সৃষ্টিকে , উৎকর্ষতাকে শেষ করে দিচ্ছে, তার বিরুদ্ধে আওয়াজ তুলুক। “

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরদের একটি কাছারিবাড়ি রয়েছে। এই অট্টালিকাটি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদুর আমলের একটি ভবন। বর্তমানে এখানে রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি মিউজিয়ামও আছে। এই ভবনেই ভাংচুর চালিয়েছে বাংলাদেশের কিছু দুষ্কৃতী।  বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস স্বীকার করে নিয়েছেন যে, আন্তর্জাতিক এই সৌধটিকে রক্ষা করা যায় নি।




Loading

Leave a Comment