রথতলার রথ যাত্রার দিন ভীড় বাড়তে পারে বেলঘরিয়ায় 

গতকাল কলস যাত্রার পর আজ স্নান যাত্রা আর কিচুদিন পরেই রথযাত্রা। এবার চতুর্থ বছরে পড়ল এই রথ উৎসব। 

আজ খবর (বাংলা), [রাজ্য], রথতলা, বেলঘরিয়া, ১১/০৬/২০২৫ : বেলঘরিয়ার জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে অনেক দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন, আর কিছুদিন পরেই হবে রথযাত্রা। ব্যাপক ভীড় হবে সেদিনও। 

গতকাল ছিল কলস যাত্রা  কলস যাত্রার মধ্যে দিয়ে গঙ্গা থেকে ১০৮ ঘড়া জল নিয়ে আসা হয় রাতে সেই জল বিভিন্ন দ্রব্য দিয়ে পুজো করা হয় পুজো করা সেই গঙ্গাজল দিয়ে আজ বলভদ্র মাতা সুবোধরা দেবী এবং জগন্নাথ দেবের স্নান করানো হয়। বলভদ্র দেব কে ৩৩ কলসি জল দিয়ে স্নান করানো হয়। মা সুভদ্রা দেবীকে ২২  ঘরা জল দিয়ে স্নান করানো হয়। এবং জগন্নাথ দেবকে ৩৫ ঘড়া জল দিয়ে স্নান করানো হয়;  সুদর্শনকে ১৮ ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এত জল দিয়ে স্নান করানোর পরে বলভদ্র, মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে স্থানের পরে তাদের জ্বর আসে।  সে কারণেই আজকের পর থেকে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, ভক্তদের দেখা দেবেন না কিন্তু দৈনন্দিন মন্দিরের ভিতরে পুজো অর্চনা চলবে এবং একদম রথের দিন ওনারা বাইরে বের হবেন সেদিনকে পুজো অর্চনার পর বল ভদ্র মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবকে রথে তোলা হবে। 

বেলঘড়িয়া রথ তলার জগন্নাথ মন্দিরের রথ এ বছর চতুর্থ বর্ষের পদার্পণ করলো বেলঘড়িয়া জগন্নাথ মন্দিরের রথের বানানোর কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে তিনটে পয়ত্রিশ ফূটের রথ সেই রথেই উঠবেন বল ভদ্র মাতা সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেব একমাত্র বলরাম সুভদ্রা, জগন্নাথ সরাসরি তার ভক্তদের কাছে আসেন এই রথের সময় সোজা রথ এবং উল্টো রথের দিন তার ভক্তদের কাছে তারা সরাসরি চলে আসেন ভক্তদের মাঝে। আজ রথ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল বলরাম জগন্নাথ সুভদ্রা দেবীর স্নানযাত্রার মধ্যে দিয়ে। 


Loading

Leave a Comment