আজ দিলীপ ঘোষের বিয়ে

দিলীপ ঘোষকে বিজেপি নেতাদের শুভেচ্ছা 

আজ খবর (বাংলা),  [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০৪/২০২৫ :  আজ বিজেপি নেতা দিলীপ  ঘোষের বিয়ে।  তাঁর হঠাৎ বিয়ের খবরে উৎসুক  হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। দিলীপবাবু বিয়ে করছেন আর এক  বিজেপি নেত্রী রিংকু মজুমদারকে।

এতদিন বিষয়টি গোপনেই ছিল, কিন্তু  প্রথম  হাটে  হাঁড়ি  ভেঙেছেন তৃণমূল নেতা কুণাল  ঘোষ।  কুণাল  তাঁর সমাজমাধ্যমে দিলীপ ঘোষের বিয়ের বিষয়টি ফাঁস করেন। খবর পৌঁছে যায় সংবাদমাধ্যমে।  দিলীপ ঘোষ বিয়ে করছেন রিংকু  মজুমদারকে। রিংকু একজন তথ্য প্রযুক্তি কর্মী, বিবাহ বিচ্ছিন্না, এক সন্তানের জননী। তিনিও বিজেপি মহিলা সেলের একজন সক্রিয় কর্মী।  আজ তাঁর সাথেই বিবাহ বন্ধনে যুক্ত হচ্ছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। 

রিংকু মজুমদার

কিছুক্ষন আগেই বিষয়টি প্রকাশ্যে আসে, আর তারপরেই বঙ্গ রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে  যায়।  শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে।  দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়ি আইডিয়াল ভিলা  সেজে ওঠে।  সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, লকেটচ্যাটার্জি, শমীক ভট্টাচার্য  সহ বিজেপির তাবড় নেতারা তাঁর বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে যান।  ওই বাড়িতে দিলীপ ঘোষের মা রয়েছেন, যিনি বিয়ের বিষয়টি তত্বাবধান করছেন। দিলীপবাবু জানিয়েছেন, ‘মায়ের আবদার রাখতেই তিনি বিয়ে করছেন’। তবে দিলীপবাবুর এক ভাই ও বৌদি এই বিয়ের ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন  .সংবাদ মাধ্যমকে।  তৃণমূল কংগ্রেসের সুপ্রীমো  মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। কুনাল ঘোষও দিলীপবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ সন্ধ্যেবেলাতেই এই বিয়ের আসর বসবে এবং আইনিভাবে দিলীপ-রিংকু  বিবাহ বন্ধনে যুক্ত হবেন। 

ছবি : নিজস্ব 


Loading

Leave a Comment