
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৬/২০২৫ : বিনোদন জগতে খুশীর খবর, এক ঝাঁক সিনেমা অপেক্ষা করে রয়েছে মুক্তির জন্যে, আর কিছুদিনের মধ্যেই এই ছবিগুলি দেখতে পাবেন দর্শকেরা। আসুন দেখে নেওয়া যাক কি কি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
প্রথম ছবিটি হল ‘জলি এল এল বি ৩’, এই ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকছেন অক্ষয় কুমার। এছাড়া থাকছেন আরশাদ ওয়ারসি, অম্রিত রাও , হুমা কুরেশি, সৌরভ শুক্লা, অন্নু কাপুর ও অন্যান্যরা। কমেডির সাথে সাথেই নতুন একটি মামলা হতেও দেখা যাবে এই ছবিতে। এই ছবির পরিচালক ও লেখক হলেন সুভাষ কাপুর।
তারে জমিন পর ছবির পরের সিক্যুয়েল সিতারে জমিন পর. দুর্দান্ত এই কমেডি ড্রামায় থাকছেন আমির খান. ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন আমির খান এবং অপর্ণা পুরোহিত। এই ছবিটি স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন-এর অবলম্বনে বানানো হয়েছে।
মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের ছবি দে দে পেয়ার দে ২; এটাও একটি কমেডি ড্রামা ছবি, পরিচালক অংশুল শর্মা। এই ছবিটি মুক্তিপাওয়ার কথা রয়েছে নভেম্বর মাসের ১৪ তারিখে।
আর একটি কমেডি ছবি আসছে, যার পরিচালক অনুরাগ বসু. ছবির নাম মেট্রো ইন ডিনো। এই ছবিটি মুক্তি পাবে জুলাই মাসের ৪ তারিখে বলে জানা যাচ্ছে। এই ছবির ট্রেলার লঞ্চ করে গিয়েছে।
কুবেরা নামে একটি ড্রামা ভিত্তিক ছবি মুক্তিপেতে চলেছে। এই ছবিটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় শ্যুট করা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন ধনুষ, নাগার্জুন, জিম সর্ব, রষ্মিকা মান্দানা, দলীপ তাহিল প্রমুখ। পরিচালক শেখর কাম্মুলা।
এছাড়াও মুক্তি পেতে চলেছে যশ তিওয়ারির পরিচালনায় নতুন রামায়ণ। এই ছবিতে রামের ভূমিকায় আছেন রণবীর সিং, সীতার ভূমিকায় আছেন সাই পল্লবী এবং রাবনের ভূমিকায় আছেন যশ। এছাড়াও ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত। এই ছবির শ্যুটিং চলছে, মুক্তিপাবে আগামী বছর নভেম্বর মাসে।