বিশ্ব হিন্দু পরিষদের ডাকা শিলিগুড়ি বনধ  সফল 

আজ খবর (বাংলা),  [রাজনীতি}, শিলিগুড়ি, দার্জিলিং, ০২/০৬/২০২৫ : বিশ্ব হিন্দু পরিষদের ডাকা ২৪ ঘন্টার শিলিগুড়ি বনধ  প্রায় সফল. শিলিগুড়ির রাস্তাঘাট আজ প্রায় ফাঁকাই ছিল. 

গত বৃহস্পতিবার রাত্রে বজরং  দলের কিছু সদস্য মাটিগাড়ায় একটি গাড়ি পাকড়াও করে বলে জানা গিয়েছে। এই গাড়িতে করে নিয়মিত মাংস সরবরাহ করা হয় বলে দাবী করা হলেও বজরং  দল অভিযোগ করে যে এই গাড়ি করেই নিয়মিত অস্ত্র চালান করা হয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ সংঘাত শুরু হয়ে যায়।   ঐ  গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। 

এরপর মাটিগাড়া থানা থেকে পুলিশ আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে দ্রুত সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। এই সময় পুলিশ শুধুমাত্র হিন্দুদেরকেই গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, এই অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদ শিলিগুড়িতে আজ ২৪ ঘন্টার বনধের  ডাক দেয়।  বনধকে সফল করতে আজ বিশ্ব হিন্দু পরিষদকে পথে নামতেও দেখা যায়। কয়েকজন টোটো চালককে তাঁরা টোটো না চালানোর জন্যে অনুরোধ জানান। 

সামান্য কিছু গাড়ি চলাচল করলেও আজ শিলিগুড়ি শহর, চেক পোস্ট এলাকা, ফুলবাড়ী, নৌকাঘাট, কাওয়াখালী, মাটিগাড়া, শিব মন্দির, বাগডোগরা ইত্যাদি সব জায়গাই  ছিল শুনশান। দোকান,পাট , বাজার, অফিস সবই ছিল বন্ধ।  অশান্তি এড়াতে শহরের প্রায় সর্বত্র ছিল কড়া  পুলিশি প্রহরা।


Loading

Leave a Comment