
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] বাসিলিয়া, ব্রাজিল, ০৩/০৬/২০২৫ : আগামীকাল আমেরিকায় অপারেশন সিঁদুর হতে চলেছে। গোলাযুদ্ধে না হলেও বাকযুদ্ধে ফের একবার অপারেশন সিঁদুর দেখতে পাবেন আমেরিকার মানুষ।
অপারেশন সিঁদুরের পর ভারতের কয়েকটি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে সফর করছেন এবং সেইসব দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যমত সংগ্রহ করছে। সেই দেশকে পাশে পাচ্ছে ভারত। ভারতের এই কূটনৈতিক অবস্থানকে নকল করে পাকিস্তানও বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাতে শুরু করেছিল। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে আগামীকাল আমেরিকায় ভারতীয় প্রতিনিধি দল মুখোমুখি হতে চলেছে পাকিস্তানী প্রতিনিধি দলের।
শশী থারুর জানিয়েছেন, “আগামীকাল ওয়াশিংটনে পাকিস্তানি প্রতিনিধি দলের মুখোমুখি হতে চলেছি আমরা। যে বিষয় নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব, সেই বিষয়টাই আমেরিকার মাটিতে যথেষ্ট কঠিন হয়ে পড়ে, বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আমরা সে দেশের মানুষকে সবকিছু বোঝাবার চেষ্টা করব. এই বিষয়টা আগামীকাল যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা থাকবেন, তাঁদের কাছে টপ প্রায়োরিটি নাও হতে পারে। তবু যাঁরা সন্ত্রাসবাদ সম্বন্ধে ধারণা রাখেন, যাঁরা দক্ষিণ পূর্ব এশিয়া সম্বন্ধে ধারণা রাখেন তাঁরা নিশ্চয়ই শুনবেন। আমাদের বক্তব্যের বিরোধিতা করবে পাকিস্তানী প্রতিনিধি দল.। তাদেরকে টেক্কা দিতে হবে আমাদেরকে।”