উত্তর  সিকিমে আটকে থাকা পর্যটকদের এয়ারলিফট করা হচ্ছে 

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ০৫/০৬/২০২৫ : প্রাকৃতিক বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিকিমের। অতি  বৃষ্টি আর ধ্বসের কারণে রীতিমত নাজেহাল সিকিম প্রশাসন। 

একটানা বৃষ্টির কারণে একদিকে যখন তিস্তা ফুঁসছে, তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিকিমের একাধিক জায়গায় নেমেছে ধস। যার কারণে বলা যায় ব্যাপকভাবে  ক্ষতির মুখে সিকিম। এই মুহূর্তে একেবারে পর্যটকে ঠাসা সিকিম। যদিও পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসতে তৎপর সিকিম প্রশাসন।  উত্তর সিকিম থেকে পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে আসাটাই চ্যালেঞ্জ উদ্ধারকারী বাহিনীর কাছে।  হেলিকপ্টারে  লিফ্ট করা হচ্ছে পর্যটকদের। 

বৃহস্পতিবার নতুন করে ধ্বসের কোনো খবর নেই, যার জন্যে  কিছুটা স্বস্তি মিলেছে প্রশাসনিক আধিকারিকদের। এদিন সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ও বিপর্যয় মোকাবিলা দল। 

সিকিম প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত পর্যটক আটকে রয়েছে তাদের যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করা হচ্ছে। এবং তাদের নিরাপদ স্থানে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ধ্বসের  কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির কাজ চালাচ্ছে সিকিম প্রশাসন।‌ যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন টানা বৃষ্টির কারণে তিস্তার তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছেন। গত দু বছর আগে তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল এবং সেই স্মৃতি এখনো দগদগে।


Loading

Leave a Comment