
আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৫/০৬/২০২৫ : জলপাইগুড়ি শহরেবন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘির জলে তলিয়ে গিয়েছিলেন এক যুবক। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর অবশেষে দিঘির জল থেকে উদ্ধার করা হয় ওই যুবকের মৃতদেহ।
মৃত যুবকের নাম রানা বসাক (২০)। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গেছে অন্যান্য দিনের মতোই জলপাইগুড়ি শহরের রাজবাড়ি দিঘিতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিলেন রানা বসাক নামে ওই যুবক। দুই বন্ধু মিলে সাঁতরে দিঘি পার হওয়ার সময় জলে তলিয়ে যায় রানা।
এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও হদিস পাওয়া যায়নি। শেষে উদ্ধার কাজে নামে জলপাইগুড়ি পুরসভার বিপর্যয় মোকাবিলা দল ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বৃহস্পতিবার ভোর থেকে দিঘির গভীর জলে নেমে কয়েক ঘন্টা ধরে তল্লাশির পর উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ।