দু’বার বাতিল হয়ে গেলেও সব বাধা সরিয়ে ফের একবার মহাকাশের পথে পাড়ি দিতে চলেছেন শুভাংশুরা। তাঁদের সাফল্য কামনায় ভারতবর্ষ।

আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী, ভারত, ১৪/০৬/২০২৫ : ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযানের দিন ফের একবার নির্ধারিত করা হয়েছে। আগামী ১৯শে জুন শুভাংশুরা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবেন।
পরপর দু’বার বাতিল হয়েছে শুভাংশুদের মহাকাশ যাত্রা। প্রথমবার তাঁদের যাত্রা বাতিল করা হয়েছিল খারাপ আবহাওয়ার জন্যে। মহাকাশযান উৎককেপং করে যায় নি। দ্বিতীয়বার তাঁদের অভিযান আটকে গিয়েছিল মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির জন্যে। তবে সেই সব যান্ত্রিক ত্রুটি সরিয়ে নেওয়া হয়েছে , এবং সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে মহাকাশযানটি এখন সব দিক থেকেই ত্রুটিমুক্ত হয়েছে।
শুভাংশুদের এক্সিওম অভিযান হবে আগামী ১৯ তারিখ। সেই দিন চার নভোশ্চরকে নিয়ে উড়ে যাবে মহাকাশযান। তাঁরা পৌঁছে যাবেন মহাকাশে থাকা স্পেস স্টেশনে। সেখানে কিছুদিন গবেষণার কাজ করে ফের পৃথিবীতে ফিরে আসবেন তাঁরা। শুভাংশু শুক্লাদের অভিযানের সর্বোতভাবে সাফল্য কামনা করছে ভারতবাসী।