
আজ খবর (বাংলা), [দেশ] মঙ্গন, সিকিম, ০১/০৬/২০২৫ : সিকিম পাহাড় জুড়ে প্রবল বর্ষণের ফলে তিস্তা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। সিকিমের উচ্চ হিমালয় পর্বতের বরফ গলতে শুরু করেছে। দ্রুত বরফ গলছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘারও।
সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই। পাহাড়ি ঝোড়া আর নালাগুলি ফুলে ফেঁপে উঠেছে। তার ওপর উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার গলতে থাকায় নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে অনেকটাই। প্রবল বর্ষণে তিস্তা ভয়ংকর রূপ ধারন করেছে। তিস্তা নদী বিপদ সীমার কাছ দিয়ে বইছে। তিস্তা ছাড়াও অন্যান্য নদীগুলিও ফুলে ফেঁপে উঠেছে।
উত্তর সিকিমের মঙ্গন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। মঙ্গন জেলা জুড়ে অতি ভারী বৃষ্টি হওয়া মানেই লাচুং চু এবং লাচেন চু নদীগুলি ফুলে ফেঁপে ওঠা, আর এই দুই নদী মিলেই সৃষ্টি হয়েছে তিস্তা নদীর। সিকিমের বিভিন্ন জায়গায় পাহাড়ে ধ্বস নামতে শুরু করেছে, যার ফলে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।
গতকাল সমাজ মাধ্যমে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও আজ খবর ঐ ভিডিওর সত্যতা যাচাই করে নি) যে ভিডিওতে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার গায়ের বরফ গলে গিয়েছে অনেকটাই। উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ গলে গেলে তার প্রভাব পাহাড়ি নদীগুলিতে পড়বেই। এক্ষেত্রেও সেটা হয়েছে। সিকিমের পাশাপাশি প্রচুর বৃষ্টি হয়েছে দার্জিলিং, মিরিক, কালিম্পঙ এবং ভুটান পাহাড়ে। তাই তিস্তা ছাড়াও উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বেড়েছে। মহানন্দা, বালাসন, রঙ্গীত, তোর্সা উত্তরবঙ্গের এই নদীগুলি যেন ফুঁসছে।