শেষ বলে নাইটদের কাছে হেরে গেল রাজস্থান 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৫/২০২৫ :  প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে মাত্র ১ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।   শেষ বলেই  আজকের ম্যাচের মীমাংসা হল।

আজ ইডেন গার্ডেনসে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নেমে নাইটরা ৪ উইকেট খুইয়ে ২০৬ রান তোলে। এর মধ্যে আন্দ্রে রাসেল অর্ধশত রান তোলেন।  তিনি ২৫ বলে ৫৭ রান করেন। এছাড়া অঙ্গক্রিষ  রঘুবংশী  ৩১ বলে ৪৪ রান করেন। রহমাতুল্লা ২৫ বলে ৩৫ রান, অজিঙ্কা রাহানে ২৪ বলে ৩০ রান, রিঙ্কু সিং ৬ বলে ১৯ রান তোলেন। তবে এদিন সুনীল  নারায়ণ ফের একবার ব্যর্থ হলেন, তিনি ৯ বলে মাত্র ১১ রান তুলেছেন। 

২০৭ রানের টার্গেট তাড়া  করতে গিয়ে রাজস্থানের ব্যাটাররা শেষ বল পর্যন্ত ভালো খেলেও শেষ রক্ষা করতে পারেন নি। রাজস্থানের রিয়ান পরাগ ৪৫ বলে ৯৫ রান করেন। একটুর জন্যে তিনি সেঞ্চুরি মিস করেছেন। এছাড়া যশস্বী জয়সোয়াল ২১ বলে ৩৪ রান তোলেন, হেটমিয়ার ২৩ বলে ২৯ রান করেন, শুভম দুবে ১৪ বলে ২৫ রান এবং জোফরা  আর্চার ৮ বলে ১২ রান করেন। আজ রাজস্থানের তিনজন ব্যাটসম্যান ০ রানে আউট হয়েছেন। তাঁরা হলেন কুণাল  সিং রাঠোর, উইকেটকিপার ধ্রুব যুড়েল  এবং ওয়ায়নিন্দু হাসারাঙ্গা। 

শেষ বল পর্যন্ত আশা জাগিয়েও মাত্র এক রানের জন্যে জিততে পারলো না রাজস্থান রয়্যালস।  ২০ ওভারে তারা মোট ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল। 


Loading

Leave a Comment