জয় বদ্রী বিশাল ধ্বনিতে খুলে গেলো বদ্রীনাথের দরজা

আজ খবর (বাংলা ), [দেশ], বদ্রীনাথ, উত্তরাখন্ড, ০৪/০৫/২০২৫ : কেদারনাথের পর আজ জয় বদ্রীবিশাল ধ্বনিতে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা।

চারধাম যাত্রা সরকারিভাবে শুরু হয়েছে এপ্রিল মাসের ৩০ তারিখে। অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয়েছে যমুনেত্রী ও গঙ্গোত্রী মন্দিরের দরজা। শুক্রবার খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের দরজা, আর আজ খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দিরের দরজা।

গোটা শীতকালে এইসব অঞ্চলে প্রচুর বরফ পড়ে, যার ফলে গোটা শীতকাল জুড়ে চার ধামের চার মন্দির বন্ধ রাখা হয় আর এই সময়ে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রতি বছর। জমজমাট ভয়ে ওঠে চারধাম যাত্রা।

আজ সকালেই প্রচুর ভক্ত সমাগম হয়েছিল বদ্রীনাথ মন্দিরের সামনে। সকলেই বদ্রী বিশ্বালের নাম গান কীর্তন করছিলেন। গোটা মন্দিরকে আসামান্য সাজে সাজানো হয়েছে। মন্দিরের দরজা সাজানো হয়েছে ৪০ কুইন্টাল ফুল দিয়ে। আর্মি ব্যান্ড বেজে ওঠে ভক্তিমূলক গানের কলি দিয়ে। ভাক্তেরা বদ্রী বিশালের নামে জয় ধ্বনি দিতে থাকেন। এক আসামান্য আধ্যাত্মিক আবহে খুলে দেওয়া হয় বদরীনাথের সদর দরজা।




Loading

Leave a Comment