রেলিং ভেঙে নদীতে গাড়ি, কোনোক্রমে উদ্ধার চালক 

ভারী বর্ষায় ঝাড়খণ্ডের নদীগুলি ভয়াল রূপ ধারণ করেছে, তার ওপর রেলিং ভেঙে নদীতে পড়ল গাড়ি। কোনোক্রমে প্রাণ বাঁচল চালকের।

আজ খবর (বাংলা), [দেশ], গিরিডি, ঝাড়খন্ড, ০১/০৭/২০২৫ : সেতুর রেলিং ভেঙে নিচে বারাক নদীতে পরলো ভারী যান। স্থানীয়দের তৎপরতায় কোনোক্রমে প্রাণ বাঁচলো চালকের।

গিরিডিহ-ডুমরি প্রধান সড়কে, বারাক নদীর উপর সেতু থেকে পড়ে যায় একটি গাড়ি। গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রেলিং ভেঙে অনেকটা নিচে নদীতে পড়ে যায় ঐ  গাড়িটি। দুর্ঘটনার সময় ঐ  পথ দিয়ে যাচ্ছিলেন কিছু গ্রামবাসী। দুর্ঘটনা ঘটতেই তাঁরা নদীতে এমএ উদ্ধারকাজে হাত লাগান। মূলত তাঁদের তৎপরতায় প্রাণ বাঁচে ঐ  চালকের। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘মঙ্গলবার সকালে সেতু পার হওয়ার সময়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে ভারী যানটি সেতুর রেলিং ভেঙে সরাসরি নদীতে পড়ে যায়।” এই  ঘটনার খবর পেয়ে প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে। একই সময়ে, স্থানীয় এক জেলে চালককে উদ্ধার করেছেন এবং পুলিশ বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত ঐ ট্রেলরকে ক্রেনের সাহায্যে নদী থেকে টেনে তোলার চেষ্টা করছে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুল কিভাবে ঘটে গেল দুর্ঘটনা ?  কি ঘটেছিল তা পুলিশ খতিয়ে দেখছে। 


Loading

Leave a Comment