পাচারের আগেই ধরা পড়ল চোরাই কাঠ 

শিলিগুড়ি থেকে প্রায়ই অবৈধ চোরাই কাঠ পাচার হয়ে যাওয়ার খবর আসে, এবার পাওয়া গেল সেই চোরাই কাঠ পাচার হয়ে যাওয়ার আগেই ধরা পড়ার ঘটনাও। 

আজ খবর (বাংলা),  [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০১/০৭/২০২৫ : শিলিগুড়িতে অবৈধ কাঠ পাচার রুখে দিল বনদপ্তর, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১ জনকে। 

অবৈধভাবে কাঠ পাচারের আগেই বড় সাফল্য পেলেন  ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বন আধিকারিকরা অভিযান চালান শিলিগুড়ির জলপাইমোড় এলাকায়।

অভিযানে দেখা যায়, একটি চারচাকা গাড়ি ও একটি স্কুটিতে করে স্টিক কাঠ ও শাল কাঠ পাচার করা হচ্ছিল। জানা গেছে, কাঠগুলো বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বনদপ্তর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিশ্বনাথ বর্মন, তাঁর বাড়ি শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়।

তবে স্কুটি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। আটক গাড়ি ও কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। বন আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।


Loading

Leave a Comment