পাকিস্তানের ১০০ থেকে ১৫০ কিলোমিটার জায়গা যুক্ত হতে পারে ভারতের সাথে, দাবী আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের 

পাক অধিকৃত কাশ্মীর ভারত ফিরিয়ে আনবেই এমন একটা মানসিকতা নিয়ে চলছে এই দেশ। তবে আরএসএস নেতা যেটা দাবী করছেন বাস্তব ছবিটা  কিন্তু তার সাথে সঙ্গতিপূর্ণ।

ইন্দ্রেশ কুমার, আরএসএস

আজ খবর (বাংলা), [দেশ], সিমলা, হিমাচলপ্রদেশ, ১৬/০৬/২০২৫ : রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সিনিয়র নেতা ইন্দ্রেশ কুমার  গতকাল দাবী করেছেন যে গুজরাটের উত্তর দিক থেকে শুরু করে লাদাখ পর্যন্ত ভারতের সীমানা মানচিত্র বদলাতে চলেছে। ভারতীয়রা প্রস্তুত থাকুন। 

চার দিন ধরে হিমাচল প্রদেশের কিন্নর, লাহুল, স্পিতি সফর করে এসে আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন,”গুজরাটের উত্তর দিক থেকে শুরু করে লাদাখ পর্যন্ত পাকিস্তানের অনেকটা অংশই ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চলেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছে, এই দাবী নিয়ে অনেকদিন ধরে তারা নানারকম আন্দোলন করে আসছে। এর সাথে সাথে সিন্ধু, বালুচিস্তান, গিলগিট-বাল্টিস্তানেয়  মত জায়গাগুলি হয় ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চাইবে অথবা পূর্ণ স্বাধীনতা দাবী করবে।” 

ইন্দ্রেশ দাবী করেছেন,”পাকিস্তানের ভিতরকার অন্তত ১০০ থেকে ১৫০ কিলোমিটার জায়গা যুক্ত হয়ে যাবে ভারতের সাথে। গুজরাটের উত্তরে কচ্ছ ভারতের সীমানা নয়, ভারতের মধ্যেকার একটি অংশ হবে. পাখতুনখোয়া জায়গাটিও ভারতের সাথে যুক্ত হতে পারে। ভারতীয়দের দেশের এই মানচিত্র পরিবর্তনের জন্যে প্রস্তুত থাকা উচিত। পাকিস্তানের অধিকাংশ জায়গাই  ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে যুদ্ধ জিনিসটা এখন যে জায়গায় আছে, অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তে, তখন সেটা চলে যাবে পাকিস্তানের অভ্যন্তরে।”

ইন্দ্রেশ আরও দাবী করে বলেছেন, “ভারত ও পাকিস্তানের বিষয়ে চীন বরাবর উস্কানি দিয়ে আসছে। তিব্বত ও কৈলাস দখল করেই তারা থেমে থাকে নি। হিমালয় অঞ্চলে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সাথে ক্রস ব্রিডিং শুরু করেছে। এভাবেই হিমালয় অঞ্চলের ভৌগলিক, সাংস্কৃতিক, ধর্মীয় পরিবর্তন আনার দীর্ঘমেয়াদি টার্গেট নিয়েছে চীন। এটা খুবই সাংঘাতিক ব্যাপার। চীন সৈনিকরা বিক্ষিপ্তভাবে ভারতীয় হিমালয়ের আন্তর্জাতিক সীমানা পার করে এপারে এসে বিভিন্ন পাথরের ওপর চীন জিন্দাবাদ লিখে রেখে চলে যাচ্ছে। চীনের এই ছোটোখাটো অনুপ্রবেশও একদিন মারাত্মক আকার ধারণ করতে পারে, ভারতকে সতর্ক থাকতে হবে।”


Loading

Leave a Comment