ভারত-সাইপ্রাস বাণিজ্য অংশীদারি বৃদ্ধির প্রবল সম্ভাবনা 

মোদীর উপস্থিতিতে সাইপ্রাসে ভারতীয় ব্যবসায়ীদের বেশ কিছু মৌ সাক্ষর, সাইপ্রাসের সাথে অংশীদারি এভাবে বাড়তে থাকলে খুলে যেতে পারে ইউরোপের প্রবেশদ্বার 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস  ক্রিস্টদুলিডেস

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ১৬/০৬/২০২৫ : নিউজ ডেস্ক আজ খবর : গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন সাইপ্রাসে। সেখানে যাওয়ার আগে গতকাল  প্রধানমন্ত্রী  বলেছিলেন, “আজ আমি সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে যাচ্ছি। 

১৫-১৬ জুন সাইপ্রাসের প্রেসিডেন্ট মাননীয় নিকোস ক্রিস্টোডাউলিসের আমন্ত্রণে আমি সাইপ্রাস সফর করব। সাইপ্রাস ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং ভূমধ্যমহাসাগরীয় অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন গড়ে তোলা এবং বাণিজ্য, বিনিয়োগ, সুরক্ষা, প্রযুক্তি ও মানুষে মানুষে পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরের গুরুত্ব রয়েছে। 

সাইপ্রাস থেকে কানাডার প্রধানমন্ত্রী মাননীয় মার্ক কার্নি-র আমন্ত্রণে আমি কানাডার কানানাস্কিস-এ জি-৭ শীর্ষ বৈঠকে যোগ দিতে যাব। বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময়ের জন্য এই শীর্ষ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 ১৮ জুন আমি ক্রোয়েশিয়া সফরে যাব এবং সেখানকার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ এবং প্রধানমন্ত্রী আন্ড্রেজ প্লেনকোভিক-এর সঙ্গে বৈঠক করব। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া সফর করতে চলেছেন, যা পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিক খুলে দেবে। 

সীমান্ত সন্ত্রাসের  বিরুদ্ধে আমাদের লড়াইয়ে যে সব দেশ পাশে দাঁড়িয়েছে, এই সফর তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগ এনে দেবে এবং  সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক বোঝাপড়ার পথ প্রশস্ত করবে।”

গতকাল নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে ভারতের  উল্লেখযোগ্য অগ্রগতি ও শক্তিশালী অর্থনীতির  উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইতিমধ্যেই বহু ভারতীয় সংস্থা নিজেদেরকে সাইপ্রাসে সফলভাবে প্রতিষ্ঠিত করেছে। সাইপ্রাসের সাথে এ যেন এক ধরনের অংশীদারি যা কিনা ইউরোপের ডোজ হিসেবে বিবেচ্য হতে পারে। ভারত ও সাইপ্রাসের অংশীদারি ১৫০ মিলিয়ন ডলারে পৌঁছাতে চলেছে। ভবিষ্যতে এই শ্রীবৃদ্ধির আরও স্বভাবনা রয়েছে। 

ইতিমধ্যেই সাইপ্রাসের লিমাসলে সেখানকার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, সেই বৈঠকে তিনি ও সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস  ক্রিস্টদুলিডেসের  উপস্থিতিতে বেশ কয়েকটি ব্যবসায়িক মৌ সাক্ষর হয়েছে। সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন সাইপ্রাসে ভারতীয়শিল্পের আরও প্রসার ঘটবে, বাণিজ্য আরও বৃদ্ধিও পাবে।  



Loading

Leave a Comment