ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের জন্যে শান্তি দুটি হিসেবে কাজ করতে চাইছেন !

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন,মার্কিন যুক্তরাষ্ট্র, ১৬/০৬/২০২৫ : সংবাদ সংস্থা সিএনএন জানাচ্ছে, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লা আলী খোমেইনিকে নাকি মেরে ফেলার প্ল্যান করেছিল ইজরায়েল, কিন্তু এই পরিকল্পনার বিরোধিতা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবরটিকে ভুয়া বলে ব্যক্ত করেছে ইজরায়েল।
সপ্তাহান্তের মধ্যেই ইজরায়েলের কাছে খোমেইনিকে খতম করার সুযোগ এসে গিয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাকি সেইপরিকল্পনার বিরোধিতা করেন। আর সেই কারণেই এই ধরনের একটা ঘটনা বাস্তবায়িত হয় নি। ট্রাম্প মধ্যে প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কমাতে আগ্রহী এবং এই অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়ুক তা আর কখনোই চান না।
তবে রবিবার এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইজরায়েল। ঐ দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিএনএনকে বলেছেন এই খবরটি একেবারেই ভুয়া। প্রধানমন্ত্রী আনিয়েছেন, ইরানের সাথে তাঁদের সংঘাত জাতটাই তীব্র হোক না কেন, প্রশাসন নিশ্চয়ই কোনো শান্তিপূর্ণ সমাধানের পথ বের করবে, যা কিনা ইরানের জন্যেও মঙ্গলজনক হতে পারে।
সিএনএন জানিয়েছে, বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প শান্তিরক্ষীর ভূমিকা নিতে চলেছেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধেও তিনি শান্তির পথে চলেছিলেন।