
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৫/২০২৫ : বেশ কয়েকমাস টালবাহানার পর আলিপুরদুয়ারের প্রাক্তন সংসদ জন বার্লা বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
আজ তৃণমূল ভবনে এসে পদ্মশিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের সংসদ জন বার্লা।জল্পনা চলছিলই বেশ কিছুদিন ধরে কিন্তু তৃণমূল শিবিরে শেষ পর্যন্ত জন বার্লা সত্যিই যোগ দেবেন কিনা তা নিয়েও কানাঘুষো চলছিল। কিছুদিন আগেই পত্নী বিয়োগ হয়েছে জনের। সেই শ্রাদ্ধানুষ্ঠানেও তাঁর বাড়িতে যতজন তৃণমূল নেতাকে দেখা গিয়েছিল, তার চেয়ে ঢের বেশি বিজেপি নেতাদেরকে দেখা গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন তিনি শেষ পর্যন্ত হয়ত পদ্ম শিবির ছাড়বেন না. কিন্তু আজ তার উল্টোটাই হতে দেখা গেল. জন বাড়লে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে আর সেই সঙ্গে ডুয়ার্স এলাকায় ঘষফুল শিবিরের শক্তি অনেকটাই বৃদ্ধি পেলো।
তৃণমূল ভবনে সাংবাদিকদের সামনেই জন বাড়লে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁকে দলে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সী এবং এরূপ বিশ্বাস। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর জন বার্লার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়. আলিপুর দুয়ারের প্রাক্তন সংসদ বলেন জন্যে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তাঁকে মানুষের জন্যে কাজ করতে কার্যত বাধা দিচ্ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলে অভিযোগ করেছেন জন বার্লা।
জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তাঁকে আলিপুর দুয়ারে কাজ করার সুযোগ দেওয়ার জন্যে মমতাকে ধন্যবাদ জানান জন. তিনি দুয়ারে সরকার এবং লক্ষীর ভান্ডার এই দুই প্রকল্পের সুখ্যাতি করেছেন।