
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], দোহা, কাতার, ১৫/০৫/২০২৫ : ভারত নাকি বিনা শুল্কে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছিল আমেরিকাকে। ডোনাল্ড ট্রাম্পের এই দাবীকে কেন্দ্র করে কেন্দ্র সরকারকে চেপে ধরতে চাইছে কংগ্রেস।
কাতারের দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবী করেছেন, “ভারত আমাদের কাছে বিনা শুল্কে বাণিজ্য করার প্রস্তাব পাঠিয়েছিল। গতকাল এপল-এর সিইও টিম কুককে আমি বলেছি, তুমি শুনলাম ভারতে ব্যবসা করবে বলে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছ। ভারতে ব্যবসা করতে চাইছো, তা কর, কেননা তুমি ভাবছো ভারত বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক প্রদানকারী একটি দেশ। কিন্তু ভারতে বেশিদূর এগিয়ো না। কারন আর যাই হোক না কেন, ভারতে ব্যবসা করা যথেষ্ট কঠিন।”
কিন্তু অপারেশন সিঁদুর থামিয়ে দেওয়ার মধ্যস্থতা করার জন্যে আমেরিকা ভারতকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয়ে কথা হয়েছিল , এই বিষয়টিকেই অস্বীকার করছে ভারত সরকার। এদিকে আমেরিকাকে ভারত সত্যিই বিনা শুল্কে বাণিজ্য করার কোনো প্রস্তাব পাঠিয়েছিল কিনা সেই প্রশ্ন তুলে কেন্দ্র সরকারকে তোপ দাগতে শুরু করেছেন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা কি সত্যি যে ভারত আমেরিকাকে বিনা শুল্কে বাণিজ্য করার প্রস্তাব পাঠিয়েছিল ? এই ব্যাপারে ভারত সরকারের উচিত খোলসা করে জানানো।”
\