পাকিস্তানের মত একটা দেশের হাতে কি পরমাণু বোমা থাকা উচিত ? প্রশ্ন রাজনাথের 

আজ খবর (বাংলা), [দেশ] শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৫/০৫/২০২৫ :  পাকিস্তানের মত একটা ভুল দেশের হাতে  পরমাণু বোমা থাকাটা কতটা নিরাপদ এবার তা নিয়ে প্রশ্ন তুললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিং।

রাজনাথ সিং বৃহস্পতিবার পৌঁছে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে।  সেখানে গিয়ে তিনি ভারতীয়  সেনাবাহিনীর জওয়ানদের সাথে সাক্ষাৎ করেন এবং সেই সঙ্গে অপারেশন সিঁদুরে অসাধারন কাজ করার জন্যে জওয়ানদের অভিনন্দন জানান।  সেনাবাহিনীর আধিকারিকদের সাথে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন।  তিনি বার বার সেনাবাহিনীর সাহসিকতা এবং বীরত্বের কথা তুলে ধরেন। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন বলেন, “পাকিস্তানকে ভারত কি করেছে তা গোটা বিশ্ব দেখেছে। যতই পরমাণু বোমার হুমকি দিক না কেন, ভারত যে পাকিস্তানকে আদৌ  পাত্তা দেয় না, এটা  সবাই বুঝে গিয়েছে।  গোটা বিশ্ব দেখেছে কিভাবে পাকিস্তানের মত একটি দেশ ভারতকে দায়িত্বজ্ঞানহীনের মত হুমকি দিয়েছে পরমাণু বোমার । আজ   শ্রীনগরের মত জায়গার মাটি থেকে একটা প্রশ্ন গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই, আর সেটা হল পাকিস্তানের মত দায়িত্বজ্ঞানহীন একটা দেশের হাতে কি পরমাণু বোমার মত এতো শক্তিশালী অস্ত্র থাকাটা উচিত ?  আমার মনে হয়, পাকিস্তানের পরমাণু বোমাগুলি আন্তর্জাতিক এটমিক এনার্জি এজেন্সির নিয়ন্ত্রণে রাখা উচিত।”

অপারেশন সিঁদুরের নেপথ্যে সেনাবাহিনীর সাফল্য ছাড়াও আরও কয়েকটি বিষয়কে তুলে ধরতে চেয়েছেন রাজনাথ সিং। সেগুলি হল দেশবাসীর ক্রোধ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা। এই সবকিছুই অপারেশন সিঁদুরকে সাফল্যের মুখ দেখিয়েছে বলে মনে করেন  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


Loading

Leave a Comment