উন্নত প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে হলে বিরল কিছু খনিজ দ্রব্যের যথেষ্ট প্রয়োজন, যা শুধুমাত্র আমদানি করেই যোগাতে পারবে না ভারত।

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ০১/০৭/২০২৫ : একবিংশ শতাব্দীতে ভারত যে প্রযুক্তি ব্যবহার করছে, সেই প্রযুক্তির জন্যে কিছু বিরল খনিজ সামগ্রীর প্রয়োজন হয়ে পড়ে। এই খনিজ পাওয়া যায় এমন দেশগুলিতে সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উন্নত প্রযুক্তির পথে চলতে গিয়ে ভারতের বেশ কিছু খনিজ সামগ্রীর প্রয়োজন হয়ে পড়ছে। ভারত এইসব ক্রিটিকাল খনিজ দ্রব্যের ক্ষেত্রে আমদানির ওপরেই নির্ভরশীল। এই খনিজ দ্রব্যগুলো হল তামা, বিসমাত, টাইটেনিয়াম, নিকেল, ফসফরাস, পটাশ, কোবাল্ট, টিন, সিলিকন ইত্যাদি। এই খনিজ দ্রব্যগুলো আফ্রিকার দেশগুলিতে ভরপুর রয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও আছে। এই ক্রিটিকাল খনিজ সামগ্রী পেতে এবার মনোযোগী হয়েছে ভারত, আর এই কারণেই আগামীকাল পাঁচ দেশে সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামীকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করবেন ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, ত্রিনিদাদ ও টোবাগো এবং নামিবিয়ায়। এই দেশগুলি থেকে ভারত শুধুমাত্র খনিজ দ্রব্য আমদানি করতেই চায় তা নয়, বরং এই দেশগুলির সাথে অংশীদারি এবং দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে এগিয়ে যেতে চায়। এতে করে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হবে বলে মনে করা হচ্ছে। এই লক্ষ্যে আফ্রিকার মহাদেশের দেশগুলির পাশাপাশি ল্যাটিন আমেরিকার দেশগুলির দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে ভারত।