
আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২৫ : প্রকাশ্য দিবালোকে নৃশংস খু*ন। মহিলাদের কটুক্তি করায় প্রতিবাদ করায় নিজের মামাতো দাদা কে নৃশংস ভাবে কুপিয়ে খু*ন করার অভিযোগ। অভিযুক্ত র ফাঁ*সির সাজা জলপাইগুড়ি আদালতে।
২০২১ সালের ৪ মার্চ এনজেপি থানার মধ্য শান্তি নগর এলাকার ঘটনা। সাত সকালে চায়ের দোকানে নিজের মামাতো ভাই সুরেশ রায়ের ধারালো অস্ত্রের আঘাতে খু*ন হন পেশায় রাজমিস্ত্রী শঙ্কর দাস। কারন এলাকার মহিলাদের কটুক্তি করতেন মামাতো ভাই। প্রতিবাদ করে ছিলেন দাদা। ১৮ বার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত সুরেশ রায়ের ফাঁ*সির দাবিতে সরব হয়ে ছিলেন এলাকার বাসিন্দারা।
চার বছরের মাথায় মিললো বিচার। মোট ১২ জনের সাক্ষ্য ও একাধিক প্রমানের ভিত্তিতে নৃশংস খু*নের ঘটনায় অভিযুক্ত র ফাঁ*সির সাজা শোনালো জলপাইগুড়ি আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট।
আদালতের রায়ে খুশি এলাকার বাসিন্দারা।