বাম ছেড়ে রামে যোগ শিলিগুড়িতে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ২৯/০৩/২০২৫ : বাম ছেড়ে রামে! বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে চলছে রদবদল।  

ভারতীয় কমিউনিস্ট পার্টিতে দীর্ঘদিনের পথ চলা, অবশেষে রদবদল। কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান শিলিগুড়ির দুই কমিউনিস্ট পার্টির সদস্যরা । শনিবার শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের ডাক দেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। সেই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়েই ভারতীয় কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সদস্য নারায়ণ গোস্বামী ও শ্যামল বসাক ভারতীয় জনতা পার্টি যোগদান করেন। 

এদিন এক কর্মসূচীতে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অমিত জৈন, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিবেক সিং, রাজু সাহা, নান্টু পাল সহ অন্যান্যরা। 

এদিন দলের দলীয় পতাকা নতুন দুই সদস্যের হাতে তুলে দিয়ে এবং ভারতীয় জনতা পার্টির খাদা পড়িয়ে তাদের দলে স্বাগত জানান বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সদস্যরা।


Loading

Leave a Comment