
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিবঙ্গ, ০৫/০৫/২০২৫ : মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকে ‘আর্টিফিসিয়াল’ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুর্শিদাবাদে হিংসার ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও এরমধ্যে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান নি, এই নিয়েও এর আগে সমালোচনায় বিঁধেছিলেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হিংসা ছড়াচ্ছে এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ তাঁদের ভিটা মাটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলে এর আগে অভিযোগ জানিয়েছিলেন তিনি। হিংসার ঘটনার মধ্যেই মুর্শিদাবাদে তিনজনের মৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছিল তিনি। তার মধ্যে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে সুন্দর দাসকে পশু কোপানোর বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
আজ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের মুর্শিদাবাদ সফর একেবারেই সাজানো। আজ যাঁরা প্রতিবাদ করবেন বলে ভেবেছিলেন, তাঁদেরকে ব্যারিকেড করে সরিয়ে রেখেছিল পুলিশ। কিছু তৃণমূল সমর্থকদের সামনের দিকে রাখা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কোথায় গিয়ে কাদের সাথে কথা বলবেন তা আগে থেকেই নির্ধারিত ছিল। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করবেন কেমন আছেন ? তাঁরা বলবেন আমরা ঠিক আছি. তিনি ফের জিজ্ঞাসা করবেন সবাই মিলেমিশে আছেন তো ? তাঁরা সমবেতভাবে বলবেন আমরা একই বৃন্তে দুইটি কুসুম। একেবারে সেভাবেই আজ সবকিছু ঘটেছে যেভাবে সাজানো ছিল।”
শুভেন্দু অধিকারী ফের হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে সুন্দর দাসের হত্যাকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারের তরফ থেকে দাস পরিবারকে ২০ লক্ষ ক্ষতিপূরণ দিতে চেয়েছিল, কিন্তু দাস পরিবার তা গ্রহণ করেনি, তাঁরা গোটা ঘটনার তদন্ত চেয়েছেন। যে দরজা ভেঙে সেদিন হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে সুন্দরকে বাইরে টেনে নিয়ে এসে জোর করে কুপিয়ে খুন করা হয়েছিল, গতকাল সেই দরজা পুলিশ জোর করে সারিয়ে দিয়ে গিয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগও করেছেন তিনি।