দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এত ক্রোধ কেন ? মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য]  কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৫/২০২৫ :   দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এতো ক্রোধ কেন ? এত হিংসা কেন ?  প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যঅধ্যায় বলেন, “আমরা পুরীর মন্দিরকে, জগন্নাথধামকে শ্রদ্ধা করি. আমরা কালী মন্দিরকে শ্রদ্ধা করি, গুরুদোয়ারকে শ্রদ্ধা করি. দেশের সর্বত্র মন্দির রয়েছে, সেগুলিকে আমরা শ্রদ্ধা করি. কিন্তু দীঘার মন্দির নিয়ে এত ক্রোধ কেন ? 

অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় শ্রী জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরকে তিনি ‘জগন্নাথ ধাম’ হিসেবে ব্যক্ত করেছেন। তাঁর এই বক্তব্য নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে পুরীতে। পুরীর মন্দিরের সেবায়েতরা জানিয়েছিলেন ভারতে চারটি মন্দির ধাম হিসেবে পরিচিত। সেগুলি হল রামেশ্বরম, দ্বারকা, বদ্রীনাথ  জগন্নাথধাম। দীঘার এই নতুন জগন্নাথ মন্দির কোনোমতেই পুরীর প্রাচীন মন্দিরের সমান হতে পারে না, ধাম হতে পারে না. 

পুরীর মন্দিরের ঐতিহ্যকে নকল করে দীঘার মন্দিরের ব্যবস্থাপনাকেও কটাক্ষ করেছেন অনেকেই। যেমন পুরীর রাজার মোট সোনার ঝাড়ু দিয়ে মন্দির চত্বর ঝাড়ু দেওয়া, জগন্নাথ মন্দিরে মত কাঠ ভেসে আসা. এখানে ভেসে আসা  শ্রীজগন্নাথের মূর্তি কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সেটা নিয়েও প্রশ্নের ঝড় তেছে পুরীর সেবায়েতদের মধ্যে। কারন পুরীতে এই মূর্তি বানানোর নিদিষ্ট কিছু নিয়ম আছে. পুরীতে এই ব্যাপারে প্রবল বিতর্ক ও  প্রতিবাদ হয়েছে। 


Loading

Leave a Comment