‘মাংস কিনে বাড়ি ফিরছি’, ফোনে বলার পরেই খুন!

পুষ্পেন্দুর খুন হয়ে যাওয়ার খবরটা এল না বাড়িতে, ফোনে বলা হয়েছিল হাসপাতালে আসুন 

আজ খবর(বাংলা), [রাজ্য], বাউরিয়া, হাওড়া, ১৬/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা

রবিবার রাতে হাওড়ার বাউড়িয়া থানার বাউড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে এক অটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। 

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাউরিয়ায়। মৃতের নাম পুষ্পেন্দু রায়। বয়স আঠাশ। পুষ্পেন্দুর পরিবার জানিয়েছে, “রবিবার রাত সাড়ে সাতটা নাগাদ সে বাড়িতে মাংস নিয়ে যাবে বলে ফোন করে। কিছুক্ষন  পরে রাত্রি সাড়ে আটটা নাগাদ বাউরিয়া থানা থেকে তার বাড়িতে ফোন করে বাউরিয়া হাসপাতালে আসতে বলা হয়  এবং সেখানে গেলে আসল বিষয়টি জানা যায়।” পরিবারের লোকেরা দেখেন পুষ্পেন্দু মারা গিয়েছে। 

যে মানুষ একটু আগেই বাড়িতে ফোন করে জানালো যে মাংস নিয়ে সে ফিরছে, সেই মানুষটাই খুন হয়ে গেল কিছুক্ষনের মধ্যেই ?  হাজারো প্রশ্ন মনে উঁকি দিতে থাকে।  কে এভাবে মারলো তাকে ? শোকে পাথর হয়ে যায় পুষ্পেন্দুর পরিবার। 

মৃতদেহ থেকে এই অটো চালকের অটোটি অনেকটাই দূরে ছিল বলে জানা গিয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ বেশ কয়েকদিন আগে অটো চালনাকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল, সেই অশান্তির জেরেই তাকে খুন করে ফেলে যাওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।   ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


Loading

Leave a Comment