চিকিৎসা ঠিকমত না পেয়ে মা ও সন্তানের মৃত্যুর অভিযোগ 

নার্সিং হোম হোক বা হাসপাতাল ‘রেফার’ রোগ আর গেল না, আর কত প্রাণের বিনিময়ে এই অসুখ সারবে ? 

আজ খবর (বাংলা), [রাজ্য], কালিয়াচক,  মালদহ,   ১৬/০৬/২০২৫ : নিজস্ব সংবাদদাতা  : এই রাজ্যে চিকিৎসা না পেয়ে মা এবং শিশুর মৃত্যু। বুক ভরা আশা নিয়ে অন্য রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর জন্য। কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুই জনকেই হারাতে  হল। এই ঘটনায় মালদহের কালিয়াচক থানার জালালপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা। 

জানা গেছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ। গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর স্ত্রী ফুলটুসি খাতুনকে (২৪) মালদায় নিয়ে আসেন। অভিযোগ, ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাঁদের কালিয়াচকের জালালপুরে একটি নার্সিংহোমে নিয়ে যান। সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন। রাতেই নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যোজাতকে মালদা মেডিকেলে ভরতি করতে বলে। ভোর পাঁচটা নাগাদ সদ্যোজাতকে মেডিকেলে ভরতি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে। আজ মালদা মেডিকেলে মৃত্যু হয় সদ্যোজাতেরও। 

নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রাতেই শিশুকে রেফার করা হয়েছিল। ওই মহিলারও শারীরিক অবস্থার অবণতি হতে থাকায় তাঁকেও সকালে মেডিকেলে রেফার করা হয়। নার্সিংহোমে ওই মহিলার মৃত্যু হয়নি।

এদিকে এই খবর পাওয়ার পরেই এসে পৌঁছান জেলা স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল।  জেলা স্বাস্থ্য দপ্তরের ওই প্রতিনিধি দলের হাতে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ পত্র তুলে দেন অসহায় বাবা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য সাথী প্রকল্পের কো-অর্ডিনেটর প্রতীক সান্যাল জানান, “আমরা অভিযোগ পেয়েছি,  তদন্ত শুরু হয়েছে।” 


Loading

Leave a Comment