খ্রীস্টান ধর্মের মানুষকে ইস্টারের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২০/০৪/২০২৫ : রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইস্টারের প্রাক্কালে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ইস্টার উপলক্ষে আমি আমার সমস্ত দেশবাসী, বিশেষত ভারত এবং বিদেশে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই।

প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে আয়োজিত এই পবিত্র উৎসব স্বার্থহীনতা, ভালোবাসা এবং সেবার বার্তা দেয়। যিশু খ্রিস্টের বলিদান ত্যাগ ও ক্ষমার শিক্ষা দেয়। তাঁর জীবন সততা, ন্যায় ও দয়ার পথ অনুসরণের জন্য মানুষকে অনুপ্রাণিত করে।

এই আনন্দের উৎসবে আসুন আমরা তাঁর মূল্যবোধকে অনুসরণ করি এবং সমাজে শান্তি এবং সমৃদ্ধির বার্তা তুলে ধরি।” 


Loading

Leave a Comment