মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে সমালোচনার ঝড় বিজেপিতেই 

আজ খবর (বাংলা),[রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৫/২০২৫ :  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এর সাথে দীঘায় গিয়ে সাক্ষাৎ করায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমালোচনা করলেন বিজেপি সংসদ জগন্নাথ সরকার।

অক্ষয় তৃতীয়ার দিন বিজেপি নেতা দিলীপ ঘোষ উলুবেড়িয়ায় একটি দলীয় সভায় যোগ দিতে গিয়েছিলেন। সেইদিন দীঘায় শ্রী জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রীর আহ্বানে  সাড়া  দিয়ে দিলীপ ঘোষ সস্ত্রীক গিয়েছিলেন দীঘায়, জগন্নাথ মন্দিরে।  স্ত্রী রিঙ্কুর সাথে দিলীপ ঘোষ বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছেন জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে। তাঁর এই সস্ত্রীক দীঘায় যাওয়াটাকেই ভালো চোখে দেখছে না বিজেপির একটা বড় অংশ । 

বিজেপি সংসদ জগন্নাথ সরকার আজ বলেন, “দিলীপ ঘোষ একজন খুব ভালো নেতা। কিন্তু মমতার অনুষ্ঠানে গিয়ে উনি সাধারণ মানুষকে মানসিকভাবে আহত করেছেন।  উনি যদি ভক্তির কারনে দীঘায় যেতেন, তাহলে উনি পরে কোনো সময় সেখানে যেতে পারতেন, উনি দীঘায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতেই কেন দীঘায় গিয়েছিলেন সেদিন ?”

দিলীপ ঘোষের এই মমতা বান্দ্যমধ্যায়ের সাথে সাক্ষাৎকে সমালোচনা করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ও. 


Loading

Leave a Comment