
আজ খবর (বাংলা), [দেশ], পানাজি, গোয়া, ০৩/০৫/২০২৫ : গোয়ার একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৬ জন, গুরুতরভাবে জখম হয়েছেন আরও ৫0 জন মানুষ।
গোয়ার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর গোয়ার বিচোলিমের কাছে শিরগাঁওয়ে লাইরাই মন্দিরে প্রচন্ড ভীড় হয়েছিল ভক্তদের, সেখানেই পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই মন্দিরে অন্তত ৫0 জন গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলা হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে এই বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর থেকে জেনে নিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। গোয়ার মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে সমস্ত বিষয়টি নিজে তদারকি করছেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। এই দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।