ইউকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা থাকলেও মহম্মদ ইউনুসকে ফিরতে হল খালি হাতেই। দেখায় করলেন না স্টারমার।

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেশ, ১২/০৬/২০২৫ : বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূসের সাথে দেখাই করলেন না ইউকের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার। পূর্ব নির্ধারিত বৈঠকও বাতিলকরে দেওয়া হল।
চলতি মাসের ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত ইংল্যান্ডে সফর করছেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই সফরের মাঝে তিনি চেয়েছিলেন ইউকের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে একটা সাক্ষাৎ করে নেবেন। সেই অনুযায়ী তাঁর সরকারের তরফ থেকেআবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিলেন ইউকে প্রধানমন্ত্রী। তিনি দেখাই করতে চাইলেন না মহম্মদ ইউনূসের সাথে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আবেদন খারিজ হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করেন ইংল্যান্ডে থাকা এক বাংলাদেশী কূটনীতিক। অবশ্য এই বৈঠককে পূর্ব নির্ধারিত হিসেবে দেখতে চেয়েছে বাংলাদেশ।
এদিকে মহম্মদ ইউনুস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাবেন এমন খবর পেয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। স্টারমারের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বঘোষিত তদারক মহম্মদ ইউনূসের সাক্ষাতের ব্যাপারে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছিল আওয়ামী লীগ। তারা ইংরেজ সরকারকে সতর্ক করে লিখেছিল, “এই ধরনের সাক্ষাৎ কোনো অনির্বাচিত ও অসাংবিধানিক প্রশাসনকে বৈধতা প্রদান করে।” আওয়ামী লীগের এই চিঠি পেয়েই মহম্মদ ইউনূসের সাথে বৈঠক বাতিল করে দেওয়া হয়।